তছলিম উদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। সদরের রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালীটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে নির্ধারিত স্থানে আসার পথে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আওয়ামী শাসনের কঠোর সমালচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃরহিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।