Mountain View

আইসিসির যে খবরে খুশির জোয়ার টাইগার শিবিরে

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৭, ২০১৬ at ৮:১৫ অপরাহ্ণ

দ্বিস্তর টেস্ট বাতিলে পক্ষে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশ নয় বেশ কয়েকটি দেশ এর বিরুদ্ধে কথা বলেছিলেন।

 

তবে এবার বাদ দেওয়া হলো টেস্ট ক্রিকেটকে দুই ভাগ করার পরিকল্পনা। বহুল আলোচিত দ্বিস্তর টেস্ট ক্রিকেট চালুর উদ্যোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে আইসিসি।

 

গত বছর আলোচিত এ বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী

 

নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা খুবই খুশি। আমরা অন্যান্য সদস্যদের বোঝাতে সক্ষম হয়েছি যে এটা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের বিষয়টি বোঝার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আইসিসির ম্যানেজমেন্টকেও এটা বাতিল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বি-স্তর ব্যবস্থা টেবিলের বাইরের আলোচনা। এখন আমরা আগামী দিনের ক্রিকেট কাঠামো নিয়ে আলোচনা করব।’

 

উল্লেখ্য, দ্বিস্তর ক্রিকেট ছিল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ সাত দল টেস্ট ম্যাচ খেলবে প্রথম স্তরে। আর বাকি তিন দলের সঙ্গে সহযোগী দেশগুলো থেকে আরও দুটি যোগ হয়ে মোট পাঁচ দল খেলবে দ্বিতীয় স্তরের টেস্ট। ম্যাচের ফলের ওপর ভিত্তি করে দুই স্তরেই উত্তরণ এবং অবনমনের ব্যবস্থাও রাখা হয়েছিল।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।