Mountain View

দুই পা বিশিষ্ট সাপ মুক্তাগাছায়!

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০১৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

সাপের পাঁচ পা দেখা- প্রবাদটি হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু সাপের পাঁচ পা কেউ দেখেছেন বলে শোনা যায়নি। মূলত অসম্ভবকে সম্ভব করার স্পর্ধা বোঝাতেই এ কথা বলা হয়।

 

কিন্তু এই অসম্ভবই শেষ পর্যন্ত অনেকটা সম্ভব হয়েছে। দেখা মিলেছে সাপের পায়ের।

 

ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পা বিশিষ্ট একটি সাপ দেখা গেছে। তবে সাপটিকে শুক্রবার দুপুর ১২টার দিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

 

খবর পেয়ে দুই পা বিশিষ্ট লম্বায় প্রায় দুই ফুটের মৃত সাপটিকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় করে।

 

জানা গেছে, হত্যার কিছুক্ষণ আগে উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামপুর গ্রামের মাস্টার বাড়িতে প্রথমে এক শিশুর নজরে আসে সাপটি।

 

সাপটি দেখে শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসে।

 

পরে শামছুল হক নামের এক ব্যক্তি এসে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলে। এরপর সাপটিকে বাড়ির পাশে ফেলে রাখা হয়।

 

প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম জানান, ‘সাপের পা জীবনে দেখিনি। কেউ দেখেছেন বলে কোনোদিন শুনিনি। কিন্তু এই প্রথম সাপের দুটি পা নিজের হাতে ধরে দেখেছি।’

 

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে মৃত সাপটিকে দেখেছেন জানিয়ে তিনি বলেন,

এ সম্পর্কিত আরও

Mountain View