A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / বিনোদন / পৃথিবীর দামি টিভি অভিনেত্রীর তালিকায় প্রিয়াঙ্কা!

পৃথিবীর দামি টিভি অভিনেত্রীর তালিকায় প্রিয়াঙ্কা!

 ইসতিয়াক রহমান রিজভী , বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারে আন্তর্জাতিক সফলতার নতুন পালক যুক্ত হয়েছে। এখন একথা প্রায় সবাই জানেন যে, যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে তিনি অভিনয় করছেন। এর মাধ্যমে হলিউডের নজরে পড়েছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী হলিউডে কোয়ান্টিকোর পরবর্তী সিরিজের শুটিং ছাড়াও বড় বাজেটের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

14371973_665074153655172_765246399_n

হলিউডে বেশ কদর এখন প্রিয়াঙ্কার। এ কারণে সাম্প্রতিক সময়ে এমি এবং অস্কার অনুষ্ঠানের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি সুযোগ পেয়েছেন। টাইম ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার ঠাঁই হয়েছে। ডব্লিউ ম্যাগাজিন কর্তৃক হলিউডের রয়্যাল ক্লাবের সদস্যপদ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। এমনকি দুইদিন আগে নিউইয়র্ক পোস্ট তাদের প্রচ্ছদ সাজিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে।

এবার বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ১০ টিভি অভিনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এ তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত টিভি অভিনেত্রীদের তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান ৮তম। ম্যাগাজিনটির তথ্যানুযায়ী, প্রিয়াঙ্কা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত টিভি অভিনেত্রীদের একজন। যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনের কোয়ান্টিকো টিভি সিরিজ থেকে তার আয় হয়েছে ১১ মিলিয়ন ডলার। প্রিয়াঙ্কা সম্পর্কে ম্যাগাজিনটি লিখেছে, ‘এ তালিকায় নতুন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা যদিও আমেরিকান দর্শকদের কাছে নতুন মুখ কিন্তু তিনি বলিউডে খুবই জনপ্রিয়। এ বছর তাকে হলিউডে বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ডোয়াইন জনসনের বিপরীতে বেওয়াচ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।’ ফোবর্সের বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত টিভি অভিনেত্রীর তালিকার শীর্ষে রয়েছেন সোভিয়া ভার্গারা, যিনি পারিশ্রমিক পেয়েছেন ৪৩ বিলিয়ন ডলার।

এ সম্পর্কিত আরও

Check Also

এই আবেদনময়ী ললনা একসময় লজ্জাবতী ছিলো

যার অভিনয় ও চলন-বলন মুগ্ধ হয়েছে দর্শক। তাহসানের সঙ্গী হিসেবে সুখী দম্পতির উদাহরণও হয়েছিলেন অনেক …

Leave a Reply