Mountain View

কাহারোলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৭, ২০১৬ at ১১:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ দিনাজপুর জেলার কাহারোলে বাসের ধাক্কায় মো. মকবুল হোসেন (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত মকবুল মহদীপুর গ্রামের মৃত তমির উদ্দীনের ছেলে।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনছুর আলী সরকার জানান, ঠাকুরগাঁওগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মকবুলের মৃত্যু হয়। তবে এ ঘটনায় ঘাতক বাস বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।