Mountain View

টাঙ্গাইল বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৭, ২০১৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

full_462625972_1474082422

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর ইছাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ২০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশুঙ্কাজনক বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।