স্পোর্টস ডেস্ক: শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন তার দক্ষতা, ঠিক তেমনটা বল হাতেও। কিন্তু তার পর সেই সাকিবের বলেই কি না বেদম পেটালেন জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে।
মঙ্গলবার রাতে ফ্লাডলাইটের আলোয় এই ঘটনা ঘটলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।ওপেনার তামিম ইকবাল কোচকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সাকিবে করা তিন ওভারে করতে হবে ২৫ রান। আর ব্যাটিং শুরুর পরই বোঝা গেলো, অনেকদিন হল খেলা ছাড়লেও এখনও মরচে ধরেনিহাতুরুসিংহের ফর্মে।১৭ বলে তিনি ২১ রান করে ফেললেন। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল চার রান। সাকিবের বল ডাউন দ্য উইকেটে এসে খেললেন হাতুরুসিংহে। হাতুরুসিংহের দাবি সেই বলটা ছক্কা হয়েছে, সাকিবের দাবি ক্যাচ হয়েছে।