Mountain View

গোপনে বিয়ে করেছেন নায়ক বাপ্পি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০১৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

আমেরিকায় শো করতে গিয়ে গোপনে বিয়ের কাজও সেরে ফেলেছেন চিত্রনায়ক বাপ্পি সাহা। সম্প্রতি এমন গুঞ্জনই ঢালিউড ইন্ডাস্ট্রিতে ভেসে বেড়াচ্ছে।
জানা গেছে, গেল মাসে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে অন্যদের সঙ্গে বাপ্পিও গিয়েছিলেন। ওখানে গিয়ে বিয়েও করেছেন। পাত্রীর নাম সৃজয়া সরকার তুলতুলি। তিনি কুইন্স-এ বসবাস করেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একজন উকিলের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রি হয় বলে জানা গেছে।বিয়ের সময় দু’জনার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

তুলতুলি বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক। গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছিল বলে গুঞ্জন রয়েছে।বাপ্পি আমেরিকায় যাওয়ার পর তুলতুলির সঙ্গেই অবসরের পুরোটা সময় কাটিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।এর সঙ্গে আরও গুজব উঠেছে, মূলত আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য নাগরিকত্ব পেতেই আমেরিকান নাগরিকত্বধারী পাত্রী পছন্দ করেছেন বাপ্পি।
বিয়ের পর একই ফ্লাইটে তারা দু’জন বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরে বাপ্পির ফ্ল্যাটেই নাকি উঠেছেন তুলতুলি।
এ বিষয়ে বাপ্পির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। বলেন, ‘তুলতুলি নামের কাউকে আমি চিনি না। বিয়ে তো দূরের কথা। এ প্রথম আমি তার নাম শুনেছি।’

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।