Mountain View

বিপিএলে বদলে যাচ্ছে খুলনা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজির নাম

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৬ at ১১:০৫ অপরাহ্ণ

আর কয়েকদিন পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে বেশ কয়েকটি দলের ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন আসছে। খুলনার দায়িত্ব নিয়েছে জেমকন গ্রুপ। আবাসন, চেইন শপ ছাড়াও মিডিয়া হাউস রয়েছে এই প্রতিষ্ঠানটির।

 

বিপিএলের আগের আসরগুলোতে খুলনা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ‘খুলনা রয়েল বেঙ্গলস’। এবার নতুন নামকরণ করা হয়েছে ‘খুলনা টাইটানস’। এছাড়া নাম একই থাকলেও ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন আসছে রাজশাহী দলের।

 

দুরন্ত রাজশাহী দলের দায়িত্ব নিয়েছে ম্যাংগো এন্টারটেইন নামে একটি প্রতিষ্ঠান। মালিকানার হাতবদল হওয়ায় বদলে যেতে পারে রংপুর ফ্র্যাঞ্চাইজির নামটিও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শোনা যাচ্ছে রংপুর রাইডার্সের ‘রংপুর গ্লাডিয়েটরস’ নামে এবারের বিপিএলে খেলা শুরু করবে দেশের একবারে উত্তরাঞ্চলীয় এই বিভাগটি। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।