Mountain View

আজকের একাদশে দুটি পরিবর্তনের আভাস

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০১৬ at ২:০০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আগের ওয়ানডে একাদশে পরিবর্তন আনছে বিসিবি! প্রথম ওয়ানডে ম্যাচে জয় পাওয়া টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে একাদশে দুটি পরিবর্তনের আভাস।

 

আজকের ম্যাচে জয় পেলে শততম সিরিজ জয় করা হবে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচটি ঘিরে টাইগারদের আত্মবিশ্বাস রয়েছে। তবে সতর্ক থাকবে আফগানিস্তানও। খালি হাতে ফিরে যেতে বাংলাদেশ সফরে

 

 

আসেনি তারা।

 

আফগানিস্তানের অধিনায়ক বলেছিলেন, তারা জয় পেতে এসেছেন। তবে স্টেডিয়ামে দেখা গেছে আফগানিস্তান দারুণ লড়াই করতেই এসেছে। আজকের ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে তারা।

 

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ শিবিরে অভিষেক হতে পারে সৈকতের আর আগের একাদশে পরিবর্তন আসতে পারে পরিবর্তন। সৌম্য, ইমরুলের জায়গায় সৈকত ও নাসিরের অর্ন্তভুক্ত হতে পারেন দলে।

 

গুঞ্জন শোনা যাচ্ছে ইমরুল কায়েসের জায়গায় আজ অভিষেক হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতের।

 

প্রথম ওয়ানডেতে ইমরুল ভালো ব্যাট করলেও মূলত দলে একজন বোলার বাড়ানোর জন্যই দলে জায়গা পাচ্ছেন সৈকত। দল থেকে ইমরুল বাদ পড়লে তিন নম্বরে কে ব্যাট করবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহ অথবা সাব্বিরকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।