A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / খেলাধুলা / বিপিএলে খুলনা আসছে নতুন নাম নিয়ে

বিপিএলে খুলনা আসছে নতুন নাম নিয়ে

20160928065407দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসর আসন্ন। এ উপলক্ষে কার্যক্রম শুরু হয়ে গেছে বেশ জোরেশোরেই। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম।
গত আসরে না থাকা দুটি দল সংযুক্ত হয়েছে আর বাদ পড়েছে একটি দল। সব মিলিয়ে সাত দলের খেলা হবে এবারের আসরে।

এবারের আসরে নতুন দল হিসেবে আসা খুলনার ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন আসছে। খুলনার দায়িত্ব নিয়েছে জেমকন গ্রুপ। আবাসন, চেইন শপ ছাড়াও মিডিয়াহাউস রয়েছে এই প্রতিষ্ঠানটির।বিপিএলের আগের আসরগুলোতে খুলনা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল ‘খুলনা রয়েল বেঙ্গলস’। এবার নতুন নামকরণ করা হয়েছে ‘খুলনা টাইটানস’। এছাড়া নাম একই থাকলেওফ্র্যাঞ্চাইজির পরিবর্তন আসছে রাজশাহী দলের।
দুরন্ত রাজশাহী দলের দায়িত্ব নিয়েছে ম্যাংগো এন্টারটেইন নামে একটি প্রতিষ্ঠান। মালিকানার হাতবদল হওয়ায় বদলে যেতে পারে রংপুর ফ্র্যাঞ্চাইজির নামটিও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে রংপুর রাইডার্সের ‘রংপুর গ্লাডিয়েটরস’ নামে এবারের বিপিএলে খেলা শুরু করবেদেশের একবারে উত্তরাঞ্চলীয় এই বিভাগটি। ৪ নভেম্বরথেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর।

এ সম্পর্কিত আরও

Check Also

উইকেট যেন সোনার হরিণ

জুবায়ের আহমেদ: দীর্ঘ ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান, ২০০৬ সাল …

Leave a Reply