Mountain View

আজকের একাদশে তিনটি পরিবর্তনের আভাস

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০১৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

maxresdefault

মোঃ রাজিব রজ্জব,স্পোর্টস ডেস্ক,বিডি টুয়েন্টি ফোর টাইমসঃ আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ হারতে হারতে নাটকীয় ভাবে জয় ছিনিয়ে এনেছিলো বাংলাদেশ কিন্তু সিরিজের ২য় ওয়ানডেতে ঠিকই আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানদের কাছে ২ উইকেটে হেরে যায় ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তমে থাকা বাংলাদেশ।

ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে মান বাঁচানোর ম্যাচ। এ ম্যাচটি জেতার মাধ্যমে দেশের মাটিতে সিরিজ বাঁচবে বাংলাদেশের।

আর হেরে গেলেই প্রথমবারের মতো আইসিসির কোনো সহযোগী দলের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে।

গত বিশ্বকাপের পর থেকেই বদলে যাওয়া বাংলাদেশ দল  ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ ফলাফল করেছে। কিন্তু চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে সে অর্জনও খানিকটা প্রশ্নের মুখে।

সিরিজ বাঁচানোর ম্যাচে ঝুঁকি থাকছে বর্তমান র‌্যাংকিং অবনমনেরও। ওয়ানডে র‌্যাকিংয়ে ৯৮ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হেরে ইতোমধ্যেই তিন পয়েন্ট হারিয়েছে। শেষ ম্যাচটি হেরে বসলে পয়েন্ট আরো কমে দাঁড়াবে ৯১-তে।

তাই আজকের একাদশে তিনটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে।পেসার রুবেল হোসেনের যায়গায় খেলবে স্পিনার মোশারফ হোসেন রুবেল। ওপেনিং সৌম্য এবং ৬ নাম্বারে ব্যাট করতে নামা সাব্বির এই দুই যায়গায় একটি হলেও পরিবর্তন আসতে পারে।সৌম্যের যায়গায় ইমরুল ফিরতে পারেন অথবা সাব্বিরের যায়গায় নাসির হোসেন।

বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস/সৌম্য সরকার
৩. মাহমুদউল্লাহ রিয়াদ
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. সাব্বির রহমান/নাসির হোসেন
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. মোশাররফ হোসেন রুবেল
১০. তাইজুল ইসলাম
১১. তাসকিন আহমেদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ :
১. মোহাম্মদ শাহজাদ
২. নওরোজ মঙ্গল
৩. রহমত শাহ
৪. হাশমতউল্লাহ শাহিদি
৫. আসগর স্টানিকজাই
৬. মোহাম্মদ নবী
৭. নাজিবুল্লাহ জাদরান
৮. রশিদ খান
৯. মিরওয়াইস আশরাফ
১০. দাওলাত জাদরান
১১. নাভীন-উল-হক।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।