Mountain View

পরীমনির নতুন হট সিনেমা “অন্তর জ্বালা”

প্রকাশিতঃ অক্টোবর ২, ২০১৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

_20161002_103316
বিনোদন ডেস্ক:-ষাট দিন শুটিংয়ের পর অবশেষে শেষ হল জায়েদ খান ও পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির কাজ। প্রায় দুই মাস আগে শেষ হয়েছে ছবিটির শুটিং। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির ডাবিং।

ঢাকাই ছবির প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার এক ভক্তের কাণ্ডকীর্তির ওপর ভিত্তিকরে নির্মিত হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন মালেক আফসারি।

ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘মালেক আফসারির ছবি মানেই নতুন কিছু। তাই অনেক প্রত্যাশা নিয়ে ছবিটির শুটিং শুরু করেছিলাম। দারুণ একটি গল্পের ছবি। শুটিং শেষের পর এটির যাবতীয় টেকনিক্যাল কাজ শেষ হয়েছে। শিগগিরইছবিটি সেন্সরে যাবে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি দর্শকরাও ছবিটি দেখে বেশ বিনোদিত হবেন।’উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে শুরু হয়েছিল ছবিটির শুটিং। এতে জায়েদ খান ওপরীমনি ছাড়াও আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি, মিঠুপ্রমুখ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।