Mountain View

কাল হয়তো খেলতে পারবেন না ইমরুল কায়েস !

প্রকাশিতঃ অক্টোবর ৮, ২০১৬ at ১১:২৮ অপরাহ্ণ

5da568cf8ea8f111f81ea23018f065fcx480x320x16

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিয়ের সময় শুধু ক্র্যাম্পই করেনি, টানও লেগেছে ইমরুল কায়েসের হ্যামস্ট্রিং পেশিতে। রোববার সকালে অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে উদ্বোধনী এই ব্যাটসম্যানের দ্বিতীয় ওয়ানডে খেলা নিয়ে।

 

শুক্রবার প্রথম ওয়ানডে দলে ফিরেই অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ইমরুল। কিন্তু ওই ইনিংসের পথেই ৮১ রানের পর টান লাগে পায়ে। মাঠেই বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিয়েছেন। অস্বস্তি নিয়ে ব্যাট করেই ছুঁয়েছেন সেঞ্চুরি।

 

দলকে অবশ্য শেষ পর্যন্ত জেতাতে পারেননি। আদিল রশিদের বলে হয়েছেন স্টাম্পড। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পায়ে টান না লাগলে হয়ত ক্রিজের বাইরে থেকে ভেতরে ফিরতে পারতেন ইমরুল।

 

ইমরুলের পায়ে অস্বস্তি ছিল শনিবারও। দিন জুড়েও দেওয়া হয়েছে বরফ আর চলছে টুকটাক কিছু চিকিৎসা। খুব গুরুতর কিছু নয়। তবে রোববার সকালে অবস্থা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এ সম্পর্কিত আরও