Mountain View

দূর থেকে মুস্তাফিজের আফসোস

প্রকাশিতঃ অক্টোবর ৮, ২০১৬ at ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজের প্রিয় দলের এমন হারে খুব খারাপ লেগেছে বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। দলের সাথে সব সময় অনুশীলনের সময় থাকলেও খেলার মাঠে যেতে না পারা পোড়াচ্ছে তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতে দারুন খেলা টাইগারদের হঠাৎ ছন্দপতনে জয়ের বন্দরে পৌঁছানো হলো না।

ইমরুল সাকিবের দারুন ব্যাটিংয়ের পরও খুব বাজে ভাবে হারতে হয়েছে মাশরাফিদের।

এমন হারে বেশ মর্মাহত মুস্তাফিজ। ফেসবুকে তার অফিসিয়াল পেজে এক পোস্টে হাতে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করে এই ম্যাচের হারে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

এছাড়া পরের ম্যাচেই টাইগাররা স্বরূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছে মুস্তাফিজ। নিজের দলকে শুভ কামনাও জানিয়েছে বিশ্ব কাপিয়ে দেয়া এই কাটার মাস্টার।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।