Mountain View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০১৬ at ৮:২৭ অপরাহ্ণ

d5f7647d1dde982541dc8cf43e141261x480x300x12

রোববার সন্ধ্যায় ৬টায় ফল প্রকাশিত ফলে এ বছর পাশের হার ৯৩ দশমিক ৪৪ বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান।

 

তিনি বলেন, পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩১টি কলেজের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেন । যাদের মধ্যে এক লাখ ৮৩ হাজার ৬৮০ জন উত্তীর্ণ হয়েছেন।

 

এদের মধ্যে প্রথম শ্রেণি পেয়েছেন ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শেণি পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণি পেয়েছেন ৩ হাজার ২৫২ জন বলে জানান তিনি।

 

ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd  এবং www.nubd.info  থেকে পাওয়া যাবে। তাছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে বলে জানান ফয়জুল করিম।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।