Mountain View

টসে হেরে ব্যাটিং এ টাইগাররা,নাসির দলে ফিরেছ

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০১৬ at ২:১৭ অপরাহ্ণ

nasir-hossain

বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার ২য় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।বাংলাদেশ সমর্থকদের জন্য খুশির খবর হচ্ছে নাসির হোসেন একাদশে ফিরেছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে একজন ফিনিশারের অভাবে।  ৩০৯ রান তাড়া করতে নামা বাংলাদেশ শেষ ১৭ রানে তালগোল পাকিয়ে ৬ উইকেট হারিয়ে বসলে ইংলিশবধের দারুণ এক সুযোগ হাতছাড়া হয়।

বিষাদ ছড়ানো অমন হারের পর চারদিক থেকে দাবি উঠেছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসির হোসেনকে খেলানো হোক।

দাবিটা যে নিছক নয় সেটিই যেন প্রমাণ হতে যাচ্ছে। নইলে মাঠে ঢুকেই ব্যাট হাতে নেবেন কেন নাসির? গেল আফগানিস্তান সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ শুরুর আগে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায়নি নাসিরকে।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে থাকার পরও চূড়ান্ত একাদশে দেখা যায়না নাসিরকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই বসে ছিলেন সাইড বেঞ্চে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই অফস্পিন অলরাউন্ডারকে দেয়া হয়নি তেমন সুযোগ। এ ম্যাচে সুযোগ পেলে কাজে লাগাতে পারবেন তো নাসির?

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।