Mountain View

ধীরে- ধীরে উন্নতি হচ্ছে নার্গিসের শারীরিক অবস্থা

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০১৬ at ১:০৩ অপরাহ্ণ

khadija-sm20161009123154

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা ধীরে- ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চাচা ফয়েজুল ইসলাম।

আজ (রোববার) ৯ অক্টোবর সকালে স্কয়ার হাসপাতালের এ কথা জানান তিনি।

ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান নার্গিসের অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে।

নার্গিস স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন চাচা ফয়েজুল ইসলাম ও ভাই শাহীন আহমেদ।

গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক নেতা বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকশ হলে প্রতিবাদে  ফুঁসে উঠে গোটা দেশ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।