Mountain View

ভারতের সবচেয়ে লম্বা অভিনেত্রী কে, তার উচ্চতা কত

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০১৬ at ৪:৪৯ অপরাহ্ণ

20161009164357
বিনোদন ডেস্ক : সিনেমার জন্য ভারতের নাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। অসংখ্য অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কবে নায়িকাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? তার উচ্চতাই বা কত?

এই প্রশ্নের উত্তর হচ্ছে- নমিতা। পুরো নাম নমিতা মুকেশ বেঙ্কাওয়ালার উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি। ২০০১ সালে মিস ইন্ডিয়ার চতুর্থ রানার আপ নির্বাচিত হন। হিমানি ক্রিম হ্যান্ডসোপ এর বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় এলেও তামিল ছবিতে অভিনয় করে তিনি এখন সর্বাধিক আলোচিত।২০১০ সালে তাঁকে এক ভক্ত অপহরণ করার চেষ্টা করেছিলেন। সেফ ড্রাইভিং প্রচারের অন্যতম মুখ তিনি।

এ সম্পর্কিত আরও

Mountain View