A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / বিনোদন / সবার সামনে গান গাইলেন নায়িকা পপি

সবার সামনে গান গাইলেন নায়িকা পপি

পর্দায় তাকে দেখা যায় না অনেকদিন। ছোট পর্দায় মাঝে মাঝে দেখা গেলেও বড় পর্দায় অনুপস্থিত তিনি। এবার অভিনয় নয় সরাসরি গানে কণ্ঠ দিলেন চিত্রনায়িকা পপি। full_1004719406_1476098856

শনিবার বসুন্ধরা সিনেপ্লেক্সের যুগপূর্তি অনুষ্ঠানে দর্শকদের তিনি গেয়ে শোনান তার অভিনীত ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ছবির ‘ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ’ গানটি। এতে তার সঙ্গে কণ্ঠ মেলান দিনাত জাহান মুন্নীও।

পপি বলেন, ‘গান শুনতে সবাই পছন্দ করেন। অবসরের সময়গুলো আমি গান শুনে ও ছবি দেখেই কাটাই। একা একা প্রায়ই গুনগুন করে গান গাওয়া হয়। সেই অভিজ্ঞতা নিয়েই দর্শকদের সামনে দাঁড়িয়েছি। গানটি পছন্দের একটি গান হওয়ায় গাইতে কোনো কষ্টই হয়নি।’

এ সম্পর্কিত আরও

Check Also

নাম বদলেছেন যে নায়ক-নায়িকারা

বিনোদন ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ বলিউডের মতো ঢাকাই ছবিতেও নাম পরিবর্তনের কালচার প্রচলিত আছে। আর নব্বইয়ের …

Leave a Reply