Mountain View

অর্থনীতিতে নোবেল পেলেন ২ জন

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৬ at ৫:২৯ অপরাহ্ণ

img_20161011_172636

চুক্তি তত্বে অবদানের জন্য ২০১৬ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুইজন। এ বছর অর্থনীতিতে নোবেল প্রাপ্তরা হলেন, অলিভার হার্ট এবং বেঙ্কত হলস্টর্ম।

সোমবার স্থানীয় সময় সকালে সুইডেনের স্টকহোমে রয়্যাল একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। দুজনই যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেন।

ব্রিটেনে জন্ম নেওয়া অলিভার হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং ফিনল্যান্ডের নাগরিক হমস্টর্ম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ান।

যে চুক্তি তত্ত্বে অবদান রাখায় এ দুজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে- সেসব চুক্তি ব্যবসা, অর্থনীতি ও জননীতি প্রণয়নে ভূমিকা রাখে।

রয়্যাল একাডেমি বলে, আধুনিক সমাজের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য চুক্তি অপরিহার্য। হার্ট ও হমস্ট্রোমের গবেষণায় জানা গেছে পরস্পরবিরোধী অবস্থানে থেকে চুক্তি আমাদের কীভাবে সহায়তা করে।

হমস্ট্রোমের চাকরি চুক্তি, বিশেষ করে সিইও (প্রধান নির্বাহী) ও অংশীদারদের মধ্যে এবং জনসেবা দাতা প্রতিষ্ঠান যেমন স্কুল, হাসপাতাল, কারাগার- এসব প্রতিষ্ঠান সরকারি নাকি বেসরকারি খাতে হওয়া উচিত তা নিয়ে হার্টের কাজ; এসব বিবেচনায় রেখেছে রয়্যাল একাডেমি কর্তৃপক্ষ।

অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।