Mountain View

প্রাথমিক সমাপনীর সময় ফেসবুক বন্ধের খবর গুজব

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৬ at ৯:৫০ অপরাহ্ণ

prathomil

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান আজ (মঙ্গলবার) ১১ অক্টোবর জানান, ফেসবুক বন্ধ করার জন্য সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, এ ধরনের কোনো সম্ভাবনাও নেই। এটা রিউমার (গুজব)।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির কারণে সরকার গত বছরের ৮ নভেম্বর ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। বন্ধের ২৩ দিনের মাথায় ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয় সরকার।

আর ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাঙ্গআউট, স্কাইপি, ইমো এবং টুইটার খুলে দেওয়া হয় ১৪ ডিসেম্বর।

ওই সময় ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিল সরকার। গত কয়েক বছর পাবলিক পরীক্ষার সময় ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে।

আগামী ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষায় অংশ নেবে সাড়ে ৩৪ লাখ শিক্ষার্থী।প্রাথমিক সমাপনীর প্রশ্ন ফাঁস ঠেকাতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, কিন্তু ফেসবুক বন্ধ করবো না।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।