Mountain View

ইমরান তাহিরের ‘শাস্তি’

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০১৬ at ৭:৩৩ অপরাহ্ণ

full_1601028934_1476362730

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আচরণ বিধি লঙ্ঘন করায় তাহিরকে ‘শাস্তি’স্বরুপ এ জরিমানা করা হয়।

এদিকে স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকা দলের সবাইকে জরিমানা করা হয়েছে।

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বারবার তর্কে জড়িয়ে পড়ছিলেন তাহির। ৩৭ বছর বয়সী এই বোলারকে বারবার বিরত থাকতে বলেন আম্পায়াররা। কিন্তু তাদের কথার প্রতি যথেষ্ট সম্মান না দেখানোয় শাস্তি পেলেন তিনি।

তাহিরের ডিসিপ্লিনারি রেকর্ডে দুটি ‘ডিমেরিট’ পয়েন্টও যোগ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে তার পয়েন্ট বেড়ে ৪ বা তার বেশি হলে তা রুপান্তর হয়ে কমপক্ষে দুটি ‘সাসপেনশন’ পয়েন্ট হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের এক বা একাধিক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

দুটি সাসপেনশন পয়েন্ট মানে এক টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হওয়া, যা নির্ভর করবে কোন সংস্করণের ম্যাচ আগে আসবে তার উপর।

আর বুধবারের ম্যাচে নির্ধারিত সময়ে দক্ষিণ আফ্রিকা এক ওভার বল কম করায় দলটির অধিনায়ক ফাফ দু প্লেসিকে ম্যাচ ফির ২০ শতাংশ ও বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।