Mountain View

ম্যাকাও ওপেনে সিদ্দিকুরের শুভ সুচনা

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০১৬ at ১০:২৭ অপরাহ্ণ

images8

ইন্দোনেশিয়ান মাস্টার্সে ভালো না করলেও ম্যাকাও ওপেনে প্রথম রাউন্ডে গলফ কোর্সে নেমে বেশ ভালো করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

প্রথম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠদশ স্থানে আছেন বাংলাদেশের হয়ে অলিম্পিক খেলা এই গলফার। সবশেষ ইন্দোনেশিয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি করেন সিদ্দিকুর। একই রাউন্ডে দুটি বোগিও করেন তিনি।

১১ লাখ ডলার প্রাইজমানির ম্যাকাওয়ের এই টুর্নামেন্টে পারের চেয়ে দুই শট কম খেলে শুরু করেছেন সিদ্দিকুর। এই এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে পারের চেয়ে সাত শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ইয়ান পলটার ও স্পেনের কার্লোস পিজেম।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।