Mountain View

‘বাংলাদেশের বিপক্ষে খেলা চ্যালেঞ্জ হবে’

প্রকাশিতঃ অক্টোবর ১৪, ২০১৬ at ১০:৩৩ অপরাহ্ণ

england

ওয়ানডে সিরিজ জেতা ইংল্যান্ড প্রস্তুত টেস্ট পরীক্ষার জন্য। ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করলেও এই সংস্করণে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকায় নিজেদেরই এগিয়ে রাখছেন ইংলিশ অফ স্পিনার গ্যারেথ ব্যাটি।

গত দুই বছরে মাত্র একটি টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড। নিজেদের শেষ সিরিজে পাকিস্তানের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে দলটি।

ব্যাটি মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজ জেতা সম্ভব।

“সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড টেস্টে দারুণ এক দল। আশা করি, ম্যাচ জেতার মতো যথেষ্ট চাপ আমরা তৈরি করতে পারব।”

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ব্যাটির। দুই বছর পর নিজের ৭ টেস্টের শেষটিও এই দলের খেলেছিলেন তিনি। বাংলাদেশ যে এই সময়ে অনেকটা এগিয়ে বুঝতে পেরেছেন ৩৯ বছর বয়সী স্পিনার।

“বাংলাদেশ অসাধারণভাবে এগিয়েছে, এটা ওদের উন্নতির প্রমাণ। এটা খুব কঠিন (সিরিজ) হবে।”

“বাংলাদেশের বিপক্ষে খেলা বড় চ্যালেঞ্জ হবে। আমাদের কাজ হবে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আর ভালো করা। নিজেদের দেশে ওরা খুব ভালো দল। কন্ডিশন কখনও প্রতিকূল হতে পারে। তবে আমাদের নিজেদের পক্ষে ফল আনার দক্ষতা রয়েছে।”

শেষ টেস্ট খেলার ১১ বছর পর আবার দলে ফেরা ব্যাটি সুযোগ দুই হাতে কাজে লাগাতে উন্মুখ।

“ক্যারিয়ারের শেষ বেলায় এটা দারুণ সুযোগ। আর এটা পাওয়া অসাধারণ একটি ব্যাপার। সুযোগ না পেলে তো আপনি কিছুই করতে পারবেন না।”

এ সম্পর্কিত আরও

Mountain View