Mountain View

প্রস্ততি ম্যচে বল হাতে জাদু দেখালেন সাব্বির রহমান

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৬ at ৫:১৮ অপরাহ্ণ

bd24times

জাহিদুল ইসলাম, বিডি টুয়েন্টিফোর টাইমস : রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করা সাব্বির রহমান রুম্মান এবার  সাদা পোশাকে বল হাতে জাদু দেখিয়েছেন। শনিবার চট্রগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের সেরা সব বোলারদের বোকা বানিয়ে তুলে নেন একের পর এক ইংলিশ উইকেট।

টেস্টে বাংলাদেশ দলের একমাত্র লেগ স্পিনার নিয়মিত মুখ জুবায়ের হোসেন এখন প্রাদপ্রাদীপের আলো থেকে বেশ দূরে। প্রস্তুতি ম্যাচের দলেও তাকা রাখা হয় নি। মূল দলে তাকে রাখা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

এর মাঝে বল হাতে ৩ উইকেট নিয়ে নির্বাচকদের কাছে দলভুক্তির বিষয়ে দাবী জানিয়ে রাখলেন সাব্বির। ৭ নম্বরে নাসিরের জায়গাতেই  তাকে দেখা যেতে পারে।

এ সম্পর্কিত আরও

Mountain View