Mountain View

মৃত্যুর আগে প্রকাশ্যে আসবেন না হকিং

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৬ at ১:১৫ অপরাহ্ণ

 professorstephenhawkinginitiallycancelsappearanceatcharityconferencebecauseofillhealthমৃত্যুর আগে আর প্রকাশ্যে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন তত্ত্বীয় পদার্থবিদ ও মহাকাশ গবেষক অধ্যাপক স্টিফেন হকিং।

 যুক্তরাজ্যের সাফোক-এ অনুষ্ঠিতব্য এক দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মৃত্যুর আগে আর প্রকাশ্যে আসবেন না এই বিজ্ঞানী, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
হেডওয়ে সাফোক-এর বার্ষিক সম্মেলনে ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানীর আসার কথা থাকলেও, পরে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে আর বের হওয়ার মতো অবস্থায় ছিলেন না, জানিয়েছেন আয়োজকরা।

 

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।