Mountain View

মেসিকে প্রশংসায় ভাসালেন দিনিয়ে

প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০১৬ at ৫:৪৭ অপরাহ্ণ

গতকাল লা লিগায় মেসির ফেরার ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শুধু তাই নয় এই ম্যাচে গোলের দেখাও পেয়েছেন মেসি।
full_1945009235_1476617556
৫৫তম মিনিটে সের্হিও বুসকেতসের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার তৃতীয় মিনিটেই গোলের খাতায় নাম লেখান এই জাদুকর।

ফিরেই মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার কোচ আর খেলোয়াড়রা। এদিকে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কাতালান ক্লাবটির ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে।

ম্যাচ শেষে দিনিয়ে বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে সব কিছু সহজতর হয়’।

মাঠে নামার তৃতীয় মিনিটে মেসির গোল পাওয়াটাকে বড় করে দেখছেন এনরিকে।

‘আমরা মেসিকে ফিরে পেয়েছি। সবাই দেখেছে নিজের সেরা পর্যায়ে ফিরতে তার খুব কম সময়ই লেগেছে’।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।