Mountain View

অাবারও সেই বেন স্টোকসের অভব্য আচরনে হতবাক টাইগাররা (ভিডিও)

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০১৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

জাহিদুল ইসলাম, বিডি টুয়েন্টিফোর টাইমস: আবারও আলোচনায় ওয়ানডে সিরিজে বাজে আচরন করা ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। টেস্ট ম্যাচ শুরুর আগে এবার প্রস্ততি ম্যাচের টাইগারদের হয়ে সেঞ্চুরি হাঁকানো আব্দুল মজিদের সাথে অখেলোয়াড় সুলভ অাচরণ করেছেন। ভিডিওতে সে বিষয়টি উঠে আসায় টাইগার সমর্থকদের সাখে পুরো ক্রিকেট বিশ্বেই ইংলিশ ক্রিকেটারদের আাচরণ নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে চলুন দেখে নেই বেন স্টোকসের আচরণ- ভিডিও

 

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।