Mountain View

আওয়ামী লীগের সম্মেলনের ব্যয় ২ কোটি ৬৫ লাখ টাকা

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০১৬ at ১:৫৯ অপরাহ্ণ

15_obaidulquader_050613

আওয়ামী লীগের জাতীয় কমিটি অনুমোদিত দুই কোটি ৬৫ লাখ টাকার মধ্যেই সম্মেলনের ব্যয় সীমিত থাকবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যানজটের কারণে জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। কেউ যদি এই সম্মেলনকে সামনে রেখে চাঁদাবাজি করে বা এর বাইরে কিছু করে তাহলে তার বিরুদ্ধ অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দলের জাতীয় কমিটি অনুমোদিত দুই কোটি ৬৫ লাখ টাকার মধ্যেই সম্মেলনের ব্যয় সীমিত থাকবে।  জাতীয় সম্মেলনের সমুদয় খরচ আমাদের পার্টির ফান্ড থেকে খরচ করা হচ্ছে এবং হবে।’

সে সময় সেতুমন্ত্রী আরও জানান, প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তির সমন্বয়ে গঠিত নতুন কমিটিতে সহসম্পাদকদের সংখ্যা ১০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবার পরিকল্পনা হচ্ছে সহ-সম্পাদকদের সংখ্যা ১০০ এর মধ্যে সীমিত থাকবে। এটার ব্যাপারে এমনই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আফজাল হোসেন, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এসএম কামাল হোসাইন, হুইপ ইকবালুর রহিম, যুব মহিলা লীগের অপু উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

আগামী ২৩-২৪ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।