A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / খেলাধুলা / ৫ বছরের চুক্তিতে সই করবেন নেইমার

৫ বছরের চুক্তিতে সই করবেন নেইমার

20161018081128
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে নিজেদের চুক্তি নবায়ন করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামী পাঁচ বছরের নতুন চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, আগামী শুক্রবার নেইমার চুক্তিতে সই করবেন। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প ন্যুতেই থাকবেন ব্রাজিলিয়ান সেনসেশন।

২০১৩ সালে বার্সায় যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪৯ ম্যাচে ৯০টি গোল করেছেন নেইমার। এ সময়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগসহ মোট ৯টি শিরোপা।

লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে মিলে ‘এমএসএন’ খ্যাত বিধ্বংসী আক্রমণ ভাগ তৈরি করেছেন। ২০১৪-১৫ মৌসুমে মোট ১২২ গোল করেন। পরের মৌসুমে ছাড়িয়ে যান পূর্বের পারফরম্যান্স; করেন রেকর্ড ১৩১ গোল।

এ সম্পর্কিত আরও

Check Also

গেইলকে থামানোর মন্ত্র খুঁজে পেল নাইট রাইডার্স

ক্রিস্টপার হেনরি গেইল জানান দিলেন এবারের আইপিএলে বিধ্বংসী রূপে আবির্ভুত হয়েছি আমি। নিজের দুই ম্যাচে …

Leave a Reply