Mountain View

বাংলাদেশ জিতলে বড় প্রাপ্তি র‌্যাঙ্কিংয়ে

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৬ at ৯:৪৯ পূর্বাহ্ণ

mustafizur-rahman-bangladesh-test-teamটেস্ট র‌্যাঙ্কিংয়ের ওপরের সারির দলের বিপক্ষে খেলা। সিরিজ জিতলে বাংলাদেশের তাই উপঢৌকনও বেশ বড়। ইংল্যান্ডকে সিরিজ হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে যাবে অনেকটাই।

১০৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের চারে থেকে সিরিজ শুরু করছে ইংল্যান্ড। ৫৭ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার শুরু ২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭২। ২-০ তে জিতলে হবে ৭৫।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল নিজেদের অনুকূলে হওয়া সাপেক্ষে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের আটেও উঠে যেতে পারে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন আটে ওয়েস্ট ইন্ডিজ।

তলানির দিকে দলের বিপক্ষে খেলা বলে হারলে ইংল্যান্ডকে খেসারতও দিতে হবে বেশি। ১-০ তে হারলে ইংলিশদের পয়েন্ট নেমে হবে ১০৩, ২-০ তে হারলে হবে ১০২।

ইংল্যান্ডের জন্যও পুরস্কারের হাতছানি আছে, তবে সেজন্য হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। ১-০তে সিরিজ জিতলে ইংল্যান্ড একই জায়গায় থাকবে। তবে ২-০ ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠে যাবে ইংল্যান্ড।

দুদলেরই রেটিং পয়েন্ট এখন সমান ১০৮। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তিনে অস্ট্রেলিয়া।

১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। পাকিস্তান দুইয়ে ১১১ পয়েন্ট নিয়ে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।