Mountain View

হাথুরুসিংহের কথায় দ্বিমত পোষণ আশরাফুলের, টাইগার দলকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৬ at ৬:৪৪ অপরাহ্ণ

2স্পোর্টস ডেস্ক: প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর আগামী ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে টাইগার দলের সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই আমি খুশি হবো। আমাদের উচিত হবে ৫ দিন ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া। সেশন বাই সেশন খেললে আমাদের পক্ষে ভালো ফলাফল বের করে আনাও সম্ভব।

টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহম্মদ আশরাফুল পরামর্শ দিয়ে আরো বলেন, দুই জন পেসার, চার জন বিশেষজ্ঞ স্পিনার এবং বেশকয়েকজন অলরাউন্ডারকে নিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই ক্রিকেটাররা যেমন ঘূর্ণি উইকেটে পারফর্ম করতে পারবেন, তেমনি পেস সহায়ক উইকেটেও হতাশ করবেন না। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত রেকর্ড বিবেচনায় মুশফিকুর রহিম হয়তো দীর্ঘ ব্যাটিং লাইনআপ বাছতে পারেন। সেক্ষেত্রে দুই পেসারের সঙ্গে সেরা একাদশে জায়গা হতে পারে শুভাগত হোমের। একাদশ যেমনই হোক না কেন, টাইগারদের উচিত সেশন বাই সেশন ধরে থেলার।

এদিকে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরেসিংহে বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট নেয়ার সামর্থ্য নেই মুশফিক বাহিনীর। একথার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করে আশরাফুল বলেন, আমাদের দলে যে মানের স্পিনার আছেন, তারা জ্বলে উঠলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়। এই কন্ডিশনে পিচের সাথে খাপ খাওয়াতে ইংলিশ ব্যাটসম্যানরা খুব একটা সফল হবে বলেও মনে হয় না। আমি খুব আশাবাদী মানুষ। চট্টগ্রামের টেস্টটি প্রথম ৫ দিনে গড়ালেই ভালো ফলাফল আসবে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।