Mountain View

শেষ বিতর্কের মুখোমুখি হিলারি-ট্রাম্প

প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০১৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

full_1465353506_1476856706iiu

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হয়েছেন দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। এবার ও তারা কেকু কাউকে ছেড়ে কথা বলেননি।

নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এ বিতর্ক হচ্ছে। বিতর্কে সঞ্চালকের ভূমিকায় আছেন ফক্স নিউজ চ্যানেলের ক্রিস ওয়ালেস।

বিতর্কে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরছেন।

অভিবাসী ইস্যুতে ট্রাম্প অভিযোগ করেন, ‘হিলারি ও বারাক ওবামা অভিবাসীদের ঠাঁই দেয়ার নামে আমেরিকার সীমান্তকে অরক্ষিত করেছেন।’

জবাবে হিলারি বলেন, ‘এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে আমরা কোনোভাবেই বিপদে ফেলতে পারি না।’

এই বিতর্ক শুরুর আগে মার্কিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিতর্কে দুই প্রার্থী সঞ্চালক ওয়ালেসের পক্ষ থেকে উত্থাপিত ঋণ ও অধিকার বিষয়ক ইস্যু, অভিবাসন, অর্থনীতি, সুপ্রিমকোর্ট, বৈদেশিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়াও একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেদের শারীরিক সক্ষমতা- এ ছয়টি পরীক্ষামূলক বিষয়ের প্রশ্ন ও তার উত্তর দেবেন।

প্রতিটি বিষয়ের জন্য প্রথম বিতর্কের মতোই দুই প্রার্থী ১৫ মিনিট করে সময় পাবেন, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

গত ৯ অক্টোবর দ্বিতীয় নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে সিএনএন’র দর্শক জরিপে হিলারি ৫৭ ভাগ ও ট্রাম্প ৩৪ ভাগ ভোট পান।

এরআগে গত ২৬ সেপ্টেম্বর প্রথম বিতর্কেও বিজয়ী হন হিলারি। সেবার হিলারি ৬২ শতাংশ আর ট্রাম্প ২৭ শতাংশ ভোট পান।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।