Mountain View

কথা বলার সময় কানেই মোবাইল ফোনের বিস্ফোরণ,দম্পতি দগ্ধ

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০১৬ at ৯:৪৩ অপরাহ্ণ

ashulia

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মোবাইল ফোন বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন।চার্জে বসিয়ে কথা বলার সময় বিস্ফোরণ হলে শনিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার চাঁন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রুইয়ের নাগ গ্রামের জাফর মিয়া ও তার স্ত্রী দুলালী বেগম পল্লীবিদ্যুৎ এলাকার চাঁন মিয়ার বাসায় ভাড়া থাকেন।

জাফরের স্বজনরা জানান, সকালে জাফর  যখন মোবাইল ফোনে কথা বলছিলেন, তখন চার্জ হচ্ছিলো ফোনটি। বিস্ফোরণ হলে জাফর এবং পাশে থাকা তার স্ত্রী দু’জনই দগ্ধ হন।

প্রতিবেশীরা উদ্ধার করে তাদের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জাফর মিয়ার শরীরের ৭২ শতাংশ এবং তার স্ত্রীর ২৫ শতাংশ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সম্পর্কিত আরও

Mountain View