Mountain View

যাওয়ার কথা বলেও আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০১৬ at ৪:১৩ অপরাহ্ণ

img_20161022_160840

আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়নি বিএনপি।

এই বছরের এপ্রিলে বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ যোগ না দিলেও ক্ষমতাসীন দলের সম্মেলনে অংশ নেবেন বলে একদিন আগে জানিয়েছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।

তবে আজ (শনিবার) সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।

গত (বৃহস্পতিবার) আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

তবে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দলের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, “বিষয়টি নিয়ে সর্বোচ্চ ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত না হওয়ায় কেউ যায়নি।”

যুগ্ম মহাসচিব আলাল বলেন, “আমার কাছে কোনো খবর নাইরে ভাই। কোনো মেসেজ মহাসচিবের কাছ থেকে পাইনি।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির সম্মেলনে না আসার পাশাপাশি যে আচরণ করেছিল, তা তাদের সম্মেলনে যোগ দেওয়ার পথ কঠিন করে দিয়েছে।

বিএনপি অংশ না নিলেও দলটির ঘনিষ্ঠ দল বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাইরে সিপিবি নেতা মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ নেতা আ স ম আবদুর রব এবং বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা সম্মেলনে যোগ দেন।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।