A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / রাজনীতি / সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের

সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের

slfi

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে আগতদের সেলফি ও ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। সম্মেলন স্থলে মাইকে বারবার সবাইকে মোবাইল দিয়ে সেলফি ও ছবি না তোলার অনুরোধ করা হয়েছে।

সম্মেলন স্থলে আগত নেতাকর্মীরা সেলফি তোলায় ব্যস্ত হওয়ায় সেখানে শৃঙ্খলা আনকে হিমশিম খেতে হচ্ছে সেচ্ছা সেবকদের। এজন্য সম্মেলন স্থলে যারা প্রবেশ করেছেন তাদের সেলফি তোলা থেকে বিরত থাকার অনুরোধ করা হছে। একইসঙ্গে এদিক-সেদিক না ঘুরে নেতাকর্মীদের নিজ নিজ আসনে বসার অনুরোধ জানানো হচ্ছে।

শনিবার সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে কাউন্সিলর ও ডেলিগেটরা আসতে শুরু করেছেন।

এ সম্পর্কিত আরও

Check Also

রাজনীতিতে মেধাবী নেতার খুব অভাব : বি চৌধুরী

গণতন্ত্র, দুর্নীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন ‘এই …

Leave a Reply