Mountain View

টাইগারদের সম্পর্কে ধারনাই পাল্টে গেছে হাথুরুর, মুখ খুলে যা বললেন

প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০১৬ at ৩:০১ অপরাহ্ণ

a8b66815034837ef7dd911bf2444c00dx480x320x25

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সম্পর্কে ধারনাই পাল্টে গেছে হাথুরুর। দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের পারফরম্যান্সটা খারাপ নয়।

তৃতীয় দিনের মধ্যেই প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আর সেই পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট কোচ চান্দিকা হাতুরুসিংহে। বাংলাদেশ টেস্টে ২০ উইকেট তুলতেপারবে না বলে মন্তব্য করেছিলেন তিনি।চতুর্থ দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে তিনি কথা বলেন গাজি টেলিভিশনের সাথে। সেখানে তিনি অবশেষে স্বীকার করে নেন যে বাংলাদেশের বোলারদের ২০ টি উইকেট নেওয়ার সামর্থ্য আছে।

বললেন, ‘ম্যাচের যে অবস্থা তাতে আমি সন্তুষ্ট। দেখে ভাল লাগছে যে ছেলেরা ২০ উইকেট নিতে পারে। আর তো মাত্র দু’টো উইকেট বাকি। ব্যাপারটা খুবই ইতিবাচক।’

বাংলাদেশের পক্ষে কি এই টেস্ট জয় সম্ভব? – এমন প্রশ্নের জবাবে লঙ্কান এই কোচ বলেন, ‘ইতিহাস বলছে এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা শক্ত। তারপরও আমরা আশাবাদী।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।