Mountain View

নতুন রূপে তাসকিন আহমেদ

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৬ at ৩:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের নতুন হেয়ার স্টাইল দেখে চমকে যেতে পারেন। সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে এই তরুণ পেসারকে। তবে তার নতুন হেয়ার স্টাইলের পর ভক্তদের প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। full_466851788_1477302000

সেই সাথে নিউজিল্যান্ড সফরে তাসকিনের বলও নতুন ভাবে কথা বলুক সেটাও চাইছেন তার ভক্ত ও বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।

কোপা আমেরিকায় চিলির কাছে হেরে সে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। সেই পরাজয়ের দুঃখে ফুটবল ছেড়ে দেয়ার ঘোষণা দেন মেসি। তিনি আবার ফুটবলে ফেরেন সম্পূর্ণ নতুন রূপে- পুরো ধূসর চুল নিয়ে।

নিষেধাজ্ঞা কাটিয়ে দুর্দান্ত রূপে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজে দলে থাকলেও টেস্টে নেই পেসার তাসকিন আহমেদ। তাই এখন তাসকিনের আলোচনায় থাকার কথাও নয়। কিন্তু ঠিকই এই তরুণ পেসার আলোচনায় চলে এসেছেন। সামনের নিউজিল্যান্ড সিরিজেই হয়তো তাকে নতুন রূপে দেখা যাবে।

রোববার নিজের ফেসবুকে তারই আভাস দিয়েছেন তাসকিন। সেখানে তাকে নতুন কাটিংয়ে ধূসর চুলে দেখা গেছে। অনেকটা মেসির মতই গোটা চুল ধূসর করেছেন এই তরুণ পেস বোলার।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।