Mountain View

চীনে বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০১৬ at ১:৪৬ অপরাহ্ণ

চীনের উত্তর-পশ্চিমাংশে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১৪৭ জন আহত হয়েছে বলে নিউজ এজেন্সি জিনহুয়া জানায়। full_708783722_1477380671

গতকাল সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এতে একটি স্থানীয় হাসপাতাল সহ ডজনখানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবৈধভাবে সংরক্ষিত বিস্ফোরকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়। জিনহুয়া জানায়, ভবনের মালিককে আটক করে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

চীনে আগেও অবৈধভাবে রাসায়নিক ও শিল্প বিস্ফোরক সংরক্ষণ করে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। গত বছর একটি রাসায়নিকের গুদামে শক্তিশালী সিরিজ বিস্ফোরণে ১৬৫ জন প্রাণ হারিয়েছিল। সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।