Mountain View

হলিউডের পর এবার আন্তর্জাতিক লাল গালিচায় দীপিকা

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০১৬ at ৭:১৫ অপরাহ্ণ

full_1251223256_1477400845

সৌভাগ্য যেন পিছু ছাড়ছে না দীপিকার। বলিউড-হলিউডের পর এবার আন্তর্জাতিক লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ৬ নভেম্বর এমটিভি ইউরোপীয় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনা করবেন দীপিকা পাড়ুকোন। এবার এই আসরে পুরস্কারের জন্য বিয়ন্স ও জাস্টিন বিবার নির্বাচিত হয়েছেন।

নিজের ভক্তদের এ খবর জানিয়েছেন দীপিকা নিজেই। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান দেন তিনি।

অভিনেত্রী ও জনপ্রিয়তায় দীপিকা ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। হলিউডে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ চলতি বছর অভিষেক হচ্ছে তার। ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে এর মধ্যেই বেশ সাফল্য পেয়ে গেছেন দীপিকা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন তাকে হলিউডের পরবর্তী প্রজন্ম হিসেবে নির্বাচিত করেছে।

আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রীদের উপস্থাপনা অবশ্য একেবারে নতুন নয়। এর আগে হলিউডে দীপিকার অগ্রজ প্রিয়াঙ্কা চোপড়া অস্কার, এমিসহ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। বরং বলা যায় এ ক্ষেত্রেও দীপিকার অভিষেক ঘটতে যাচ্ছে।

৭ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত ৯টায় অনুষ্ঠানটি টিভিতে সম্প্রচার করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।