Mountain View

সাবেক ইংলিশ ক্রিকেটার ভনের মতে যে কারণে হেরেছে বাংলাদেশ

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০১৬ at ১১:৫৯ পূর্বাহ্ণ

9dc468bba6ab082b4ddf997aa8e59a75x480x320x33

স্পোর্টস ডেস্ক : সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ভাবনায় চট্টগ্রাম টেস্ট। তার মতে টসটা যদি মুশফিকুর রহিমের দল জিততো তাহলে হয়তো ফলাফলটা তাদের পক্ষেও যেতে পারতো।

শীর্ষ ইংলিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এ লেখা এক কলামে ভন বলেছেন, ‘টসে জিতে বাংলাদেশকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। যদি বাংলাদেশ টসে জিততো, আগে ব্যাট করতো, তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারতো।’

তিনি আরো বলেন, ‘হ্যা, এটা সত্যি যেবাংলাদেশ উন্নতি করছে। কিন্তু তাই বলে বাস্তবতা বিচার করলে আমরাও কিন্তু খুব বেশি এগিয়ে থাকবো না।’

ম্যাচের শেষ দিনে ৩৩ রান আর দুটি উইকেট হাতে নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথম ঘন্টাতেই বেন স্টোকসের বলে গুটিয়ে যায়। এমন ‘নাটকীয়’ জয়ের কারণেই উদযাপনটাও ছিলো অন্যরকম। আর এই উদযাপন নিয়েও দ্বিমত রয়েছে সাবেক অধিনায়কের।

এক্ষেত্রে হয়তো বাংলাদেশকে খোঁচায় দিলেন তিনি, ‘এটা ঠিক যে দারুণ একটা টেস্ট ম্যাচ জিতেছে ইংল্যান্ড। একই সঙ্গে মনে রাখতে হবে ইংল্যান্ড হারিয়েছে বাংলাদেশকে, যারা বিশ্ব টেস্ট র‍্যাংকিংয়ের নয় নম্বর অবস্থানে।’

যদি সত্যিই শেষদিনের সকালে ৩৩ রান তুলে টেস্ট জিতে নিতো বাংলাদেশ? ৮২ টেস্টে  ৫৭১৯ রান করা ভনের ভাবনা, সেক্ষেত্রে ঢাকা টেস্টের জন্য সবার আগে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতো ইংলিশ টিম ম্যানেজমনেন্ট।

এ সম্পর্কিত আরও