Mountain View

বাংলাদেশে না আসায় কঠিন শাস্তি পেলেন অ্যালেক্স হেলস

প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০১৬ at ১:১৪ পূর্বাহ্ণ

%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের সঙ্গে আসেননি ইংলিশদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস।

মূলত বাংলাদেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে দলের সঙ্গে আসেননি এই দুই ইংলিশ খেলোয়াড়। আর দলের সঙ্গে বাংলাদেশ সফরে না আসার মাশুল গুনতে হল অ্যালেক্স হেলসকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর ভারত সফরে যাবে ইংলিশরা। সেখানে প্রথমে ৫টি টেস্টে মুখোমুখি হবেএই দু’দল।

আর এই পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দলে নেয়া হয়নি এই ইংলিশ ওপেনারকে। তবে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে এখনও  নিশ্চিত ভাবে জানা যায়নি।

হেলস না থাকলেও দলে আছেন ওপেনার বেন ডাকেট ও হাসিব হামিদ। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইনজুরির কারণে দলে নেই ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

ইংল্যান্ড স্কোয়াডঃ অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ , জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।