Mountain View

চট্টগ্রামে বাল্যবিয়ে ঠিক করতে যাওয়ায় দুজনকে জরিমানা

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০১৬ at ৮:২৭ অপরাহ্ণ

ctg-mapচট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় বাল্য বিয়ের আয়োজন করায় বরের বোন ও কনের চাচাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বোয়ালখালি উপজেলা সদরের একটি হোটেলে বিয়ের কথা চূড়ান্ত করার সময় এ অর্থদণ্ড দেন বোয়ালখালি উপজেলা নির্বাহী কমর্কর্তা (ইউএনও) মাহবুবুল আলম।

কনের বড় বোন কোহিনূর আক্তার ও বরের চাচা মো. জসিমকে এক হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

ইউএনও মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোয়ালখালি উপজেলার আমুছিয়া ইউনিয়নের পূর্ব ধোরোলা গ্রামের কোহিনূর তার অষ্টম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক ছোটবোনের (বয়স ১৮ এর কম হওয়ায় নাম প্রকাশ করা হলো না) সঙ্গে একই গ্রামের উমর ফারুক ইমনের বিয়ের কথা চূড়ান্ত করছিলেন।

আগে থেকে খবর পেয়ে ওই হোটেল অভিযান চালিয়ে কোহিনূর ও বরের চাচা জসিমকে জরিমানা করা হয়।

মাহবুবুল আলম জানান, যে মেয়ের বিয়ে ঠিক করা হচ্ছিল সে স্থানীয় সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যতে বাল্যবিবাহ থেকে বিরত থাকার মুচলেকাও প্রদান করেছে উভয় পরিবার।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।