Mountain View

নিশ্চিন্তে খান মিষ্টি আলু

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০১৬ at ১২:১৬ অপরাহ্ণ

মিষ্টি আলু সেদ্ধ খুবই উপাদেয় খাবার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। নিয়মিত মিষ্টি আলু খেলে দূরে থাকবে পারবেন বিভিন্ন রোগব্যাধি থেকে। দৈনন্দিন ডায়েট চার্টেও নিশ্চিন্তে রাখতে পারেন মজাদার এই আলু।

নিশ্চিন্তে খান মিষ্টি আলু

জেনে নিন মিষ্টি আলুর বিভিন্ন উপকারিতা-

  • মিষ্টি আলু খুবই পুষ্টিকর খাবার। ভিটামিন এ, বি ও সি এর পাশাপাশি ফাইবার, আয়রন ও পটাসিয়ামের উৎস মিষ্টি আলু। ভিটামিন এ ত্বক ও হাড়ের যত্নে আবশ্যক। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পটাসিয়াম কিডনির সুস্থতার জন্য জরুরি এবং ম্যাগনেসিয়াম নার্ভ ও হাড় ভালো রাখে।
  • মিষ্টি আলু যত খুশি খেতে পারেন নিশ্চিন্তে। এতে কোনও ধরনের চর্বিজাতীয় পদার্থ নেই। আঁশজাতীয় মিষ্টি আলু খেলে ক্ষুধা লাগে না সহজে। ডায়েট চার্টে তাই এটি রাখতে পারেন সহজেই।
  • মিষ্টি আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার, বেটা-ক্যারোটিনসহ আরও বেশ কিছু উপকারী অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো বিভিন্ন অসুস্থতায় আরোগ্য প্রদান করতে পারে দ্রুত।
  • গর্ভবতী মায়ের জন্য মিষ্টি আলু খুবই উপকারী। এটি গর্ভের শিশুর বৃদ্ধি সহায়ক।
  • মিষ্টি আলু খেতে পারেন যেকোনও ভাবে। সেদ্ধ আলুর পাশাপাশি পুড়িয়ে কিংবা ভেজেও খাওয়া যায় এটি। এমনকি মিষ্টি আলুর স্যুপও অত্যন্ত পুষ্টিকর।
  • হজমে গণ্ডগোল থাকলে মিষ্টি আলু খেতে পারেন। এটি দূর করবে হজম সংক্রান্ত সমস্যা।
  • হৃদযন্ত্র ও স্নায়ুর সুস্থতা বজায় রাখে মিষ্টি আলু।

তথ্য: বোল্ডস্কাই

এ সম্পর্কিত আরও

no posts found

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

no posts found
  • লাইফ স্টাইল - এর সব খবর →
  • Mountain View