A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / বিনোদন / বিপিএলের উত্তেজনা বাড়াতে থাকবেন যেসব তারকারা

বিপিএলের উত্তেজনা বাড়াতে থাকবেন যেসব তারকারা

সপ্তাহ খানেক পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। খেলাকে ঘিরে উৎসুক জনতার আগ্রহের মাত্রার কমতি নেই। এবার তাতে বাড়তি মাত্রা যোগ করতে গ্যালারিতে থাকবেন বিনোদন তারকারা।full_1440028808_1

তাদের মধ্যে টয়া, সাবিলা নূর, বেনজির ইসরাত, সাফা কবির, তৌসিফ, সৌভিক, সিয়াম, তামিম ও সৌমিকের থাকার কথা জানা গিয়েছে। এবারের অন্যতম চমক নতুন দল খুলনা টাইটানসের পক্ষ নিয়ে মাঠে থাকবে তারা।

সাবিলা, টয়া ও বেনজির জানান, তারা সবাই খুলনা টাইটানসের জন্য মাঠে যাবেন। দর্শকদের উৎসাহ দেবেন। মূলত দলটির হয়ে সরাসরি প্রচারণায় অংশ নেবেন এ তারকারা।

এদিকে খুলনা টাইটানস সূত্রে জানা গেছে, দলের হয়ে চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় মুখকেও মাঠে দেখা যাবে। এদের মধ্যে আরও আছেন আরিফিন শুভ, ইমন, নিরবসহ বেশ কয়েকজন শিল্পী।

উল্লেখ্য, বিপিএল-এর চতুর্থ আসরে খুলনা টাইটানসের নেতৃত্ব দেবেন জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কোচ হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল।

এ সম্পর্কিত আরও

Check Also

নাম বদলেছেন যে নায়ক-নায়িকারা

বিনোদন ডেস্ক,বিডি টোয়েন্টিফোর টাইমসঃ বলিউডের মতো ঢাকাই ছবিতেও নাম পরিবর্তনের কালচার প্রচলিত আছে। আর নব্বইয়ের …

Leave a Reply