Mountain View

নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন প্রার্থী

প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০১৬ at ৭:১৭ অপরাহ্ণ

%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a2%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87

এ যেন নিজের ঢোল নিজে পেটানোর মতো অবস্থা। স্বয়ং মোটরসাইকেল ও হ্যান্ডমাইক নিয়ে মাঠে নেমে ভোটারদের কাছে ভোট চাইছেন এক চেয়ারম্যান প্রার্থী। যেখানেই তিনি অতিরিক্ত মানুষ দেখছেন সেখানেই হ্যান্ডমাইক চালু করে বরাদ্দ পাওয়া লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন।

শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে এমনই অভিনব নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি। ব্যতিক্রমী প্রচারণা চালানো এই মানুষটি হলেন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন আঙ্গীর। আগামী ৩১ অক্টোবর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান প্রার্থী আঙ্গীর পেশায় ইলেকট্রিশিয়ান। তার বাড়ি সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। তিনি জাপা মনোনীত প্রার্থী।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।