Mountain View

ইতালির ভূমিকম্পে ১৫ হাজার মানুষ গৃহহীন

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০১৬ at ১০:৪৯ অপরাহ্ণ

italy-monks১৯৮০ সালের পর ইতালিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ১৫ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা।

রোববারের ওই ভূমিকম্পে কেউ মারা যায়নি। আহত হয়েছে অন্তত ২০ জন।

ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নোর্সিয়া শহরের কাছে ভূপৃষ্ঠের মাত্র দেড় কিলোমিটার গভীরে। ভূমিকম্পে শহরটির চারপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বেশিরভাগ ভবন ধসে পড়েছে বা কাঠামোতে বড় ধরণের ক্ষতি হয়েছে।

এর আগে অগাস্টে ইতালির কেন্দ্রীয় অঞ্চলে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত ও কয়েকটি শহর ধ্বংস হয়ে গিয়েছিল।

নোর্সিয়ায় জরুরি পুননির্মাণ কাজের বিষয়ে আলোচনার জন্য ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ভূমিকম্প দুর্গতদের অধিকাংশই এখন তাঁবু বা গাড়িতে বাস করছে।

সোমবার রাতভর ১০০ বারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে একটির মাত্রা ছিল ৪ দশমিক ২।

এ সম্পর্কিত আরও