Mountain View

বিপিএলেই স্বরুপে ফিরতে চান সৌম্য

প্রকাশিতঃ নভেম্বর ১, ২০১৬ at ১০:১০ অপরাহ্ণ

ব্যর্থতা ভুলে এবারের বিপিএলে স্বরুপে ফিরতে চান সৌম্য সরকার। ফর্ম না থাকায় কোনো সংস্করণেই সময়টা ভালো যাচ্ছে না সৌম্যর।
full_294408681_1478013697
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও একাদশে ছিলেন না। টি-টোয়েন্টিতেও নেই আগের ফর্ম।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। রংপুর রাইডার্সের হয়ে তাই নিজেকে মেলে ধরতে চান বাহাতি এই ব্যাটসম্যান।

সৌম্য বলেন, ‘এখানে পারফর্ম করলে অনেকের জন্য খুব ভালো হয়, আবার ভালো না করলে অনেকে এখান থেকে পিছিয়ে যেতে পারে। বিপিএলকে গুরুত্বের সঙ্গে নেওয়াই আমার মনে হয় ভালো। এবারের আসর উপভোগ করবো’।

বাজে সময়কে পেছনে ফেলতে বেশি ম্যাচ খেলতে চান সৌম্য, যত খেলব হয়তো তত ভুল করবো, কিন্তু খেললেই আবার ভুলের সংখ্যা কমানোর সুযোগটা বেশি থাকে। যত ম্যাচ খেলব তত বেশি অভিজ্ঞ হবো। নিজের খেলা সম্পর্কে তত বেশি জানবো।

‘বিপিএলে দেশের বাইরেরও অনেক ক্রিকেটার থাকে’। তাই এখানে ভালো করলে নিজের উন্নতিটা ভালোভাবে বোঝা যায়। এই টুর্নামেন্ট থেকে পাওয়ার আছে অনেক কিছু।

এ সম্পর্কিত আরও

Mountain View