Mountain View

ব্রাজিলে গুহার ছাদ ধসে নিহত ১০, আহত ৪

প্রকাশিতঃ নভেম্বর ২, ২০১৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

full_365109609_1478057467

ব্রাজিলের টোকানটিনস রাজ্যে গুহার ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত্য চার জন। খবরে বলা হয়, ওই সময় গুহায় ধর্মীয় অনুষ্ঠান চলছিল।

ব্রাজিলের টোকানটিনস রাজ্যে রাজ্যটির সান্তা মারিয়া শহরের ‘কাসা দা পেদ্রো’ গুহায় এ দুর্ঘটনা ঘটেছে। ওই সময় সেখানে ৫০ জনেরও অধিক ধর্মীয় উপাসক উপস্থিত ছিলেন।

এদিকে দুর্ঘটনায় আহত চারজন স্থনীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষণিকভাবে গুহার ছাদ কেন ধসে পড়েছে তা জানা যায়নি। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এ সম্পর্কিত আরও

Mountain View